Protest : ৮০ ঘণ্টার বেশি অবরোধ, দাঁড়িয়ে আছে সারি সারি বাস ও ট্রাক, বাতিল বহু ট্রেন। Bangla News
Continues below advertisement
কুর্মিদের রেল ও সড়ক অবরোধ পেরিয়ে গেল ৮০ ঘণ্টা। আদ্রা ডিভিশনের কুস্তাউর ও খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে টানা অবরোধ। খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়কেও চারদিন ধরে চলছে অবরোধ । সড়ক অবরুদ্ধ থাকায় দাঁড়িয়ে আছে সারি সারি বাস ও ট্রাক। চরম দুর্ভোগে যাত্রী ও বাস-ট্রাক চালকরা। সরকারের সঙ্গে আপাতত কোনও বৈঠক নয়, স্পষ্ট জানাচ্ছেন বিক্ষোভকারীরা। আন্দোলনে অনড় বিক্ষোভকারীরা, আপাতত মিটছে না দুর্ভোগ। অভিযোগ, মিলছে না খাবার, অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে পানীয় জলও। হাওড়া স্টেশনে আটকে বহু যাত্রী। বাঁচানোর কাতর আর্তি হাওড়া স্টেশনে আটকে পড়া ক্যান্সার রোগীর।
Continues below advertisement
Tags :
ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Kurmi Traincancel Busstopped