Labour Agitation: এক্সাইডের পর এবার শ্রমিক বিক্ষোভ টাটা স্টিলেও| Bangla News
হলদিয়ার এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভে দুই আইটিটিইউসি নেতা গ্রেফতার হওয়ার পর, এবার টাটা স্টিলে শ্রমিক বিক্ষোভ। আজ সকালে হুগলি মেটকোক ডিভিশনের ঠিকা শ্রমিকরা বেতন বৃদ্ধি-সহ অন্যান্যা দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, গতকাল আইএনটিটিইউসি-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপস মাইতি মালিকপক্ষের কাছে যে চার্টার অফ ডিমান্ড অথবা দাবি সনদ পেশ করেছেন তা শ্রমিক স্বার্থবিরোধী। অবিলম্বে তা প্রত্যাহার করে শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন দাবি সনদ তৈরি করতে হবে। এই দাবিতে এদিন কারখানার গেটে একঘণ্টা বিক্ষোভ দেখান শ্রমিকরা। এ নিয়ে কারখানা কর্তৃপক্ষ অথবা আইএনটিটিইউসি নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Tags :
ABP Ananda Protest ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Worker Protest Tata Steel