Ladakh Accident: নিজের বাড়িতে ফিরলেন লাদাখে পথ দুর্ঘটনায় মৃত বাঙালি জওয়ান Bangla News
Continues below advertisement
কফিনবন্দি হয়ে খড়্গপুরে নিজের বাড়িতে ফিরলেন লাদাখে পথ দুর্ঘটনায় মৃত বাঙালি জওয়ান বাপ্পাদিত্য খুটিয়া। আজ সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় মৃতদেহ। বিমানবন্দর চত্বরে সেনাবাহিনীর গার্ড অফ অনার দেওয়ার পর মরদেহবাহী শকট রওনা হয় খড়গপুরের উদ্দেশে। খড়গপুর শহরের বারোভেটিয়া এলাকার বাসিন্দা বাপ্পাদিত্য খুটিয়া। পরিবার সূত্রে খবর, ২০০৯-এ সেনাবাহিনীতে ল্যান্সনায়েক পদে যোগ দেন বাপ্পাদিত্য। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে এপ্রিলের ২৭ তারিখ ফিরে যান ওই জওয়ান। শুক্রবার সিয়াচেন যাওয়ার পথে, শিয়ক নদীতে বাস পড়ে বাপ্পাদিত্য-সহ ৭ জওয়ানের মৃত্যু হয়। খড়গপুরের বাড়িতে রয়েছেন মৃত জওয়ানের মা, বাবা, স্ত্রী ও ১১ মাসের শিশুকন্যা
Continues below advertisement
Tags :
Ladakh ABP Ananda Accident ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Ladakh Accident Bappaditya Khutia এবিপি আনন্দ