Laketown: শিশু কোলে বাড়িতে ঢুকে মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ২ মহিলা। Bangla News
Continues below advertisement
শিশু কোলে বাড়িতে ঢুকে সোনাদানা, ল্যাপটপ-সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগ। দুই ভবঘুরে মহিলাকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। লেকটাউন, দমদম পার্ক এলাকায় বেশ কয়েকমাস ধরে পরপর কয়েকটি চুরির ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরায় দেখা যায়, বাচ্চা কোলে নিয়ে দুই মহিলা বিভিন্ন বাড়িতে গিয়ে খাবার চাইছে। এরপর বাড়ির সদস্যদের অন্যমনস্কতার সুযোগে তারা মূল্যবান সামগ্রী হাতিয়ে চম্পট দিত বলে অভিযোগ। নেপথ্যে বড়সড় চক্র কাজ করছে বলে পুলিশের দাবি।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Laketown Laketown Police Station এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ লেকটাউন Laketown Stealing