Lakshmi Bhandar : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে BJP নেতাদের কী বার্তা শাসক নেতার ? 'রাজ্য় সরকার দিচ্ছে..'
Laxmi Bhandar Constroversy: যারা বিজেপিকে ভোট দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়ার হুঁশিয়ারি দিলেন দিনহাটার তৃণমূল নেতা। একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় দিনহাটা দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতির মন্তব্য়ে তৈরি হয়েছে বিতর্ক। কারওর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা। সেই সভায়, যাঁরা বিজেপিকে ভোট দিয়েছেন তাঁদের নাম লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে কেটে দেওয়ার,হুঁশিয়ারি দিলেন তৃণমূল ব্লক সভাপতি। রবিবার কোচবিহারের দিনহাটার সুকারুর কুঠি অঞ্চলে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা করল তৃণমূল।সেখানেই এই হুঁশিয়ারি দেন দিনহাটা ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি দীপক ভট্টাচার্য। তৃণমূল নেতা দীপক ভট্টাচার্য বলেন , যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্ততপক্ষে কিছু লক্ষ্মীর ভাণ্ডার আমাদের কেটে দেওয়ার দরকার আছে। এই টাকাটা মমতা বন্দ্য়োপাধ্য়ায় দিচ্ছে, রাজ্য় সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস, মমতাদির সরকার দিচ্ছে। এটা নরেন্দ্র মোদির বাবার টাকা নয়। এটা তৃণমূল কংগ্রেস সরকারের টাকা। এই কথাটা আপনাদের বুঝিয়ে দিতে হবে। + প্রত্য়েকটা অঞ্চলে অঞ্চলে অনন্তপক্ষে মানুষকে একটু জানানো দরকার। ABP Ananda LIVE