Birbhum Bomb Blast: মাড়গ্রামে বোমা ফেটে মৃত্যু তৃণমূল প্রধানের ভাই লাল্টু শেখেরও। ABP Ananda Live
মাড়গ্রামে বোমা ফেটে মৃত্যু তৃণমূল প্রধানের ভাই লাল্টু শেখেরও। এর আগে বোমা ফেটে মারা যায় লাল্টুর সঙ্গী নিউটন শেখ। চিকিৎসার জন্য রামপুরহাট থেকে এসএসকেএমে আনা হয়েছিল লাল্টু শেখকে। লাল্টু শেখের পরিবারকে তাঁর মৃত্যুর খবর জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অতিরিক্ত রক্তক্ষরণ, চিকিৎসা চলাকালীন তিনবার হার্ট অ্যাটাক হয় লাল্টুর, খবর হাসপাতাল সূত্রে