Land Slide : একটানা ভারী বৃষ্টিতে বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কে ধস | ABP Ananda LIVE

Continues below advertisement

Kalimpong : একটানা ভারী বৃষ্টিতে বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কে শ্বেতিঝোরার কাছে ধস। এখনও রাস্তা পরিষ্কার না হওয়ায় যান চলাচল বন্ধ। সিকিমের সঙ্গে সড়কপথে যোগাযোগ স্বাভাবিক রাখতে কার্শিয়ং হয়ে ঘুরপথে ছোট গাড়িগুলি চলাচল করছে। ভারী যানবাহন গরুবাথান হয়ে, কালিম্পং ধরে সিকিম যাচ্ছে। এর ফলে পর্যটকদের ভোগান্তি বেড়েছে। ঘুরপথে যাতায়াতে পণ্য়বাহী গাড়িগুলির সময় বেশি লাগায় দাম বাড়ার আশঙ্কা রয়েছে। যদিও গতকাল থেকেই শ্বেতিঝোরায় যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতির কাজ শুরু করেছে পূর্ত দফতর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram