TMC Shahid Diwas : শহরে বাড়ছে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড়, তুঙ্গে উৎসাহ ! চলছে ২১-শে জুলাইয়ের শেষমুহূর্তের প্রস্তুতি
২১ জুলাইয়ের জন্য দূরের জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূল নেতা-কর্মীরা। কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদা এবং মুর্শিদাবাদের তৃণমূল কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গতকাল এখানকার ব্যবস্থাপনা ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে। গীতাঞ্জলি স্টেডিয়ামে মেনুতে থাকছে সয়াবিনের তরকারি আর ডিম, ভাত। অন্যদিকে, সল্টলেকের সেন্ট্রাল পার্কে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ও দার্জিলিঙের কর্মী-সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে আসা তৃণমূল কর্মী, সমর্থকদের ভিড় শিয়ালদা স্টেশনে। একের পর এক ট্রেনে কলকাতায় আসছেন তাঁরা। তৃণমূল কর্মী, সমর্থকদের আনতে ব্যবস্থা করা হয়েছে স্পেশাল ট্রেনের। স্টেশন থেকে নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থাও করা হয়েছে। কী ছবি উঠে আসছে উত্তীর্ণর?
Tags :
Dharmatala TMC 21 July TMC Shahid Diwas TMC Martyr Day TMC 21 July Preparation ABhishek Banerjee MAMATA BANERJEE TMC Shahid Diwas 2023 TMC Martyr Day 2023