Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা মামলায় এবার লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিত্ সিংহকে তলব
ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলের পর এবার লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিত্ সিংহকে তলব করল সিবিআই। এই মামলাতেই অনুব্রত মণ্ডলকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গতকাল জিজ্ঞাসাবাদ করেছে। সিবিআই সূত্রে খবর, গতকালই বিজেপি কর্মী গৌরব সরকারের খুনের মামলায় বাজিরা দিতে বলে তৃণমূল বিধায়ককে নোটিস পাঠানো হয়েছে। জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিজিত্ সিংহ জানিয়েছেন, তিনি নোটিস পেয়েছেন। তদন্তে সবরকম সহযোগিতা করবেন।
সূত্রের খবর, লাভপুরের তৃণমূল বিধায়ককে আগামীকাল দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে তলব করা হয়েছে।
Tags :
ABP Ananda CBI Post Poll Violence ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Tmc Mla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ