Arjun Singh: 'বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে একটু ভুল হয়েছে', কী বললেন অর্জুন সিং ? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'অনুগামীদের সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত নেব'। 'আমার সঙ্গে কারও সম্পর্ক খারাপ নয়' । 'গতকাল দলের সিদ্ধান্তে স্তম্ভিত হয়ে গেছিলাম' । 'এখন একটু ধাতস্থ হয়েছি''পার্থ ভৌমিক কাল আমার বাড়িতে আসবেন বলেছেন' । 'পার্থ বড় নেতা হয়ে গেছেন, বহুদিন আসেননি, কাল আসবেন' । 'যা হয়েছে সেটা দুঃখজনক ঘটনা' । 'আমি মানুষের সঙ্গে রাজনীতি করা লোক, হাওয়ায় রাজনীতি করি না' । 'সেই জন্য মানুষ আমার সঙ্গে রয়েছেন' । 'পার্থর সঙ্গে রাজনীতি করার থেকে না করাই ভাল' । 'সাংসদ পদের টিকিটই পেলাম না, অন্য পদ নিয়ে কী করব?' । 'বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে একটু ভুল হয়েছে' । 'নির্দল হয়ে আমি দাঁড়াব না', টিকিট না পেয়ে 'বিদ্রোহী' অর্জুন

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram