CPM News: দেগঙ্গায় সমবায় ব্য়াঙ্কের নির্বাচনে ৪৪টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল বাম প্রার্থীরা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: বঙ্গ বিধানসভায় বামেরা এখন শূন্য়। কিনতু, উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়, সমবায় ব্য়াঙ্কের নির্বাচনে সেই বাম সমর্থিত প্রার্থীদের কাছেই গোহারা হারলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা । ৫০টি আসনের মধ্য়ে, ৪৪টি আসনে তৃণমূল সমর্থিত কোনও প্রার্থীই ছিলেন না। এই ৪৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন বাম সমর্থিত প্রার্থীরা। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, স্থানীয় পঞ্চায়েত থেকে বিধানসভা, সবই যেখানে তৃণমূলের দখলে, সেখানে সমবায় ব্য়াঙ্কের ভোটে তৃণমূল প্রার্থী দিতে পারল না কেন? এনিয়ে দেগঙ্গার তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডলের ভূমিকায় প্রশ্ন তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা আশাদুল সর্দার।  এদিকে ভোটে জয়লাভের পরও তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে সিপিএম। 

করোনার মতো চরিত্র বদলে ভয়াবহ আকার নিতে পারে HMPV ?

এদিকে, করোনার মতো চরিত্র বদলে ভয়াবহ আকার নিতে পারে HMPV ? স্বাস্থ্য় মন্ত্রকের দাবি, এ নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে, ভাইরাসের মিউটেশন ঘটছে কিনা, তা নিয়ে সতর্ক চিকিৎসকরা। জ্বর, শ্বাসকষ্টের মতো সমস্য়া দেখা দিলেই বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলছেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram