DYFI Brigade: বামপন্থীদের লড়াই বিধায়ক বা সাংসদের লড়াই নয়, অপশাসনের বিরুদ্ধে লড়াই: মীনাক্ষী

Continues below advertisement

ইনসাফ যাত্রার (Insaf Yatra) সাফল্যের রেশ ধরে কলকাতায় ব্রিগেড সমাবেশ বাম যুব সংগঠন DYFI-এর। আর সেই মঞ্চে দাঁড়িয়ে জ্বালাময়ী ভাষণ দিতে শোনা গেল সংগঠনের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। মীনাক্ষী জানালেন, বামপন্থীরা পাড়ায় রাজনীতি করতে গুঁতোগুতি করে না। বামপন্থীদের লড়াই একটি গলিতে, পঞ্চায়েতে, একজন বিধায়ক বা সাংসদের লড়াই নয়। মীনাক্ষী জানান, পৃথিবীর বুকে যত দিন অপশাসন, লুঠ, অত্যাচার চলবে, যত দিন খেটে খাওয়া মানুষের টুঁটি চেপে ধরার ব্যবস্থা থাকবে, তত দিন রক্তবীজের ঝাড় বামপন্থীরা লডা়ই চালিয়ে যাবেন।  (DYFI Brigade Rally)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram