Leopard Death: জলের রিজার্ভারে পড়ে মর্মান্তিক মৃ্ত্যু চিতাবাঘের। Bangla News
জলে ডুবে মৃত্যু হল চিতাবাঘের। রবিবার সকালে ঘটনাটি ঘটে বাগডোগরার হাঁসখোয়া চা বাগানে। জলের রিজার্ভারে পড়ে যায় চিতাবাঘটি। বেশ কিছুক্ষণ সাঁতরে ভেসে থাকার চেষ্টাও করে। রিজার্ভারের শ্যাওলা জমা দেওয়াল ধরে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। বন কর্মীরা পৌঁছনোর আগেই জলে ডুবে মৃত্যু হয় চিতাবাঘটির।
Tags :
Leopard Drowning Water Bangla News Bangla News Live Bagdogra Tea Garden Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital Death ABP Ananda ABP Ananda Bengali News