Congress: ভোটের আগে রেশন তাস প্রধানমন্ত্রীর, গরিব-অঙ্কেই মোদিকে নিশানা কংগ্রেসের। ABP Ananda Live
ভোটের আগে রেশন তাস প্রধানমন্ত্রীর, গরিব-অঙ্কেই মোদিকে নিশানা কংগ্রেসের। ‘প্রধানমন্ত্রীর বিনামূল্যে রেশন ঘোষণাই দেশের আর্থিক দুর্দশার প্রমাণ। দেশের মানুষের মধ্যে আর্থিক ভারসাম্য নষ্ট হয়ে বিপদসীমায় পৌঁছে গেছে।মানুষের আয় বাড়ছে না, কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া।সোশাল মিডিয়ায় পোস্ট কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের নামান্তর।গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদিই জাতীয় খাদ্য সুরক্ষা আইনের বিরোধিতা করেছিলেন।’মোদিকে নিশানা করে সোশাল মিডিয়ায় পোস্ট কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের।
Tags :
Jairam Ramesh Bangla News ABP Ananda LIVE BJP Narendra Modi ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS Congress Attack BJP