Dhupguri News: ধনকড়ের পথেই বোস, স্পিকারকে বাদ দিয়ে ডেপুটি স্পিকারকে চিঠি। ABP Ananda Live
Continues below advertisement
Dhupguri News: ধনকড়ের (Jagdeep Dhankar)পথেই বোস, স্পিকারকে বাদ দিয়ে ডেপুটি স্পিকারকে চিঠি। ধূপগুড়ির (Dhupguri) তৃণমূলের (TMC) জয়ী প্রার্থীর শপথগ্রহণ নিয়ে সংঘাতে নতুন মোড়। 'স্পিকারকে বাদ দিয়ে শপথগ্রহণ করাতে ডেপুটি স্পিকারকে প্রস্তাব'। ডেপুটি স্পিকারকে (Deputy Speaker) শপথগ্রহণ করানোর প্রস্তাব দিয়ে বিধানসভায় চিঠি। ডেপুটি স্পিকারকে দিয়ে শপথগ্রহণের রাজ্যপালের (Govornor) প্রস্তাবে নতুন করে সংঘাত। 'বিধানসভার অধ্যক্ষের অসম্মানের অভিযোগ, শপথগ্রহণ করাব না'। অতীতে যা করেছি, এবারও তা করব: ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। শনিবার রাজভবনে ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণের প্রস্তুতি বানচাল। রাজ্য সরকারকে না জানানোয় শপথগ্রহণে গরহাজির ছিলেন নির্মলচন্দ্র রায় । ধনকড়-জমানায় বাবুল সুপ্রিয়র শপথগ্রহণেও একই ধরনের সংঘাত।
Continues below advertisement