Messi News: কেন ১৬ জন SP, ASP থাকার পরেও একটা সুষ্ঠ ম্যানেজমেন্ট করতে পারল না?:বিশ্বনাথ
ABP Ananda Live: 'পুলিশের দায়িত্বটা কী? কেন ১৬ জন SP, ASP থাকার পরেও একটা সুষ্ঠ ম্যানেজমেন্ট করতে পারল না? কেন মুখ্যমন্ত্রীকে ফিরে যেতে হল? কেন ক্ষমা চাইতে হল? আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো প্রশানের। পুলিশ যদি দায়বদ্ধ হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশমন্ত্রী তাঁকে দায় নিতে হবে', বললেন বিশ্বনাথ চক্রবর্তী।
অপেক্ষার অবসান, প্রকাশিত হল SIR এ বাদ যাওয়া নামের তালিকা, দেখে নিন এখানে ক্লিক করে
প্রতীক্ষার অবসান। অবশেষে সামনে এল এসআইআর প্রক্রিয়ার ফলে পশ্চিমবঙ্গের নাম বাদের তালিকা। প্রকাশিত হল নাম বাদের তালিকা । ২০২৫ সালে এসআইআর-এর পর কাদের নাম বাদ পড়ে গেল, সেই তালিকা প্রকাশিত হল।
আপনার নাম কি বাদের তালিকায় ? আপনার আত্মীয় স্বজনের নাম আছে তো? দেখে নিন ceowestbengal.wb.gov.in/asd_sir
লগ ইন করে। এখানেই দেখা যাবে বাদ যাওয়া নামের তালিকা। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে তালিকা।
নিজের নাম, আত্মীয়স্বজন, প্রতিবেশীদের নাম বাদ গেছে কিনা জানা যাচ্ছে ওয়েবসাইটে ceowestbengal.wb.gov.in/asd_sir। খসড়া ভোটার তালিকা আর কিছুক্ষণের মধ্যেই।