Haridevpur: মাঝরাত থেকে বিদ্য়ুৎহীন হরিদেবপুরের সোদপুর এলাকা, রাস্তা অবরোধ করে প্রতিবাদ স্থানীয়দের
Haridevpur: একে গলদঘর্ম অবস্থা। তার মধ্যেই গতকাল মাঝরাত থেকে বিদ্য়ুৎহীন হরিদেবপুরের (Haridevpur) সোদপুর এলাকা। প্রতিবাদে সকালে হরিদেবপুর পোস্ট অফিসের সামনে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, গতকাল রাত ১২টা নাগাদ বিদ্যুৎহীন হয়ে পড়ে মহাত্মা গান্ধী রোডের (MG ROAD) বিস্তীর্ণ এলাকা। ট্রান্সফর্মার বিকল হয়ে এই বিপত্তি বলে স্থানীয়দের দাবি। পথ অবরোধ চলাকালীন এলাকায় যান তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তী। তাঁর আশ্বাসে একঘণ্টা পর অবরোধ ওঠে। কয়েকটি জেনারেটর পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। ইতিমধ্যে কাজ শুরু করেছে CESC। তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণ সম্পর্কে CESC-র তরফে এখনও কিছু জানানো হয়নি। এর আগে শনি ও রবিবার বিদ্যুৎ না থাকায় নাকাল হন যোধপুর পার্কের গোবিন্দপুর ও দাসনগরের বাসিন্দারা।