Local Train Cancel: শিয়ালদা ও দমদমের মধ্যে রেলব্রিজে কাজের জন্য শনি ও রবিবার বাতিল লোকাল ট্রেন I Bangla News
শিয়ালদা ও দমদমের মধ্যে রেলব্রিজের কাজের জন্য শনি ও রবিবার বাতিল লোকাল ট্রেন। আজ রাত সাড়ে ১১টা থেকে আগামীকাল সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিয়ালদা ও দমদমের মধ্যে চলবে না কোনও লোকাল। পূর্ব রেল সূত্রে খবর, বাতিল করা হয়েছে ৩৮টি লোকাল ট্রেন। ৬টি মেল এক্সপ্রেস দেরিতে চলবে। এগুলি হল, মালদা টাউন-শিয়ালদা গৌড় এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-শিয়ালদা দার্জিলিং মেল, আলিপুরদুয়ার-শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস, বালিয়া-শিয়ালদা এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস ও শিয়ালদা থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
Tags :
ABP Ananda Dumdum ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Sealdah এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Bangla News