Howrah News: হাওড়ায় ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন, অফিসটাইমে চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের
ABP Ananda LIVE: হাওড়ায় ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন। টিকিয়াপাড়া কারশেডের কাছে লাইনচ্যুত ডাউন বাগনান লোকালের একটি বগি। গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা। অফিসটাইমে চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। কীভাবে ঘটল ঘটনা, তদন্ত শুরু করেছে রেল।