Local Train Service: 'ট্রেনের সংখ্যা বাড়ালে ভিড় একটু কমতে পারে', মনে করছেন নিত্যযাত্রীরা | Bangla News

Continues below advertisement

করোনা (Corona) আবহে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর রাজ্যে আজ থেকে চাকা গড়াল লোকাল ট্রেনের (Local Train)। আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানোর ছাড়পত্র দিয়েছে রাজ্য। লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করে তোলার পাশাপাশি, জোর দেওয়া হচ্ছে স্যানিটাইজেশনে। যাত্রীদের মধ্যে দূরত্ববিধি বজায় রাখতে দু’টি আসনের মধ্যে ক্রস চিহ্নের স্টিকার লাগানো হয়েছে। তবে সোনারপুরে এই বিধিভঙ্গের ছবিই বেশি প্রকট। অন্যদিকে রবিবার হওয়ায় বারাসাত স্টেশনে (Barasat Station) ট্রেনের ভিড় খানিকটা কম। তবে বনগাঁ লোকালের চিরাচরিত ভিড়ই বর্তমান। কয়েকজন নিত্যযাত্রী জানান, "এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। অনেক সুবিধা হবে। কোভিডের ভয় তো আছেই। তবে বেশি ট্রেন চললে ভয়টা কিছুটা কমবে।"  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram