Sundarbon: নিজেদের বিপদ নিজেই ডেকে আনছে স্থানীয়রা , সুন্দরবনে একের পর এক লোকালয়ে ঢুকে পড়ছে বাঘ
Continues below advertisement
আজ কুলতলি তো কাল পাথরপ্রতিমা। সুন্দরবনে একের পর এক জায়গায় লোকালয়ে ঢুকে পড়ছে বাঘ। বাঘকে আটকাতে জঙ্গল লাগোয়া জাল কেটে, স্থানীয়রা নিজেদের বিপদ নিজেই ডেকে আনছে বলে জানাচ্ছে বনদফতর। এবার ফেন্সিং কাটলে কড়া ব্যবস্থা নেওয়ার তোরজোর করছেন বনদফতরের কর্তারা।
Continues below advertisement