Locket Chatterjee : ট্রেনে চেপেই রিষড়ায় লকেট, বচসায় জড়ালেন পুলিশের সঙ্গে

Continues below advertisement

ফের একবার রিষড়া উত্তপ্ত (Rishra Violence) হওয়ার সময় আক্রমণের আঁচ আছড়ে পড়েছিল ট্রেন ও ট্রেনলাইনে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও গোটা এলাকা বেশ থমথমে। এরমাঝেই রিষড়ার গিয়ে শান্তি বজায় রাখতে 'লিভ অ্যান্ড লেট লিভ' কড়া বার্তাই দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) । এর মাঝেই ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। তাঁদের হিংসা বিধ্বস্ত এলাকায় যেতে বাধা দেওয়া হচ্ছে জানিয়ে ট্রেনে রিষড়ার পথ ধরেন লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee)। বিজেপির সাংসদ দলীয় সদস্যদের সঙ্গে আলাপচারিতার পর হঠাৎই নিজের গাড়ি ছেড়ে চলে যান বালি স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে রিষড়ার পথ ধরেন তিনি।

কেন ট্রেনে রিষড়ার পথ ধরা জানতে চাইলে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন, 'যেভাবে পুলিশ আটকাচ্ছে কী করব। ট্রেনের সম্পত্তি নষ্ট করা হয়েছে। একটি ধর্মীয় শোভাযাত্রাকে নিয়ে কতটা পরিস্থিতি খারাপ হতে পারে, সেটা সামনে থেকে দেখা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখে অনেক কথাই বলছেন, কিন্তু এখনও কেন কাউকে গ্রেফতার করা হয়নি ? রাষ্ট্রের সম্পত্তি এভাবে নষ্ট করা হয়েছে, তার পরে না ধরপাকড় শুরু হয়েছে না কারোর থেকে জরিমানা নেওয়া হয়েছে। বাংলা শান্তিতে থাকার জায়গা। শিবপুর, ডালখোলার পর রিষড়ায় যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না।' পাশাপাশি রাজ্যপালের রিষড়ায় যাওয়া ও কড়া বার্তা প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের সংযোজন, 'অভিভাবক হিসেবে ঠিক যেমনটা উচিত। রাজ্যপালও রাজ্যের অভিভাবক হিসেবে তেমন কাজই করেছেন।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram