Locket Chatterjee: 'সরকারি চেয়ারগুলিকে TMC নেতারা সম্পত্তি মনে করেন', শান্তিপুর কলেজ প্রসঙ্গে লকেট।Bangla News
এটাই তৃণমূলের সংস্কৃতি। পুলিশের চেয়ারে তৃণমূলের নেতা মন্ত্রীরা বসে থাকেন, গুন্ডা বদমায়েশরা পুলিশের চেয়ারে বসে থাকেন। দোষীরা মন্ত্রীর চেয়ারে বসেন। স্কুল কলেজ থেকে শুরু করে সর্বস্তরে তৃণমূলীরা ঢুকে গেছে এবং সেখানে তাঁরা নিজের সম্পত্তিই মনে করেন সরকারি চেয়ারগুলিকে। শান্তিপুর কলেজ বিতর্ক প্রসঙ্গে বললে লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।
Tags :
TMC BJP ABP Ananda Shantipur Locket Chatterjee ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Shantipur College শান্তিপুর কলেজে বিতর্ক