Locket Chatterjee : 'ভোট পরবর্তী হিংসায় TMC-র বড় বড় লোক যুক্ত', পরেশ পালকে CBI তলব প্রসঙ্গে লকেট।Bangla News
Continues below advertisement
বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে (Paresh Pal) সিবিআই তলব। কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিত্ সরকারের মৃত্যুর ঘটনায় তলব। বুধবার সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ, খবর সিবিআই সূত্রে। এই প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বলেন, “ভোট পরবর্তী হিংসায় তৃণমূলের অনেক বড় বড় লোক যুক্ত রয়েছে। তাঁরা যেভাবে মানুষের ওপর অত্যাচার করেছে, বিজেপি কর্মীদের খুন করেছে তাতে ডাকাই তো স্বাভাবিক। আসল কারণটা বেরিয়ে আসুক।“
Continues below advertisement
Tags :
Beleghata ABP Ananda CBI Locket Chatterjee ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Tmc Mla লকেট চট্টোপাধ্যায় CGO Complex Biswajit Sarkar এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Paresh Paul Abhijit Sarkar Death লকেট চট্টোপাধ্যায় CBI