Locket Chatterjee: তৃণমূল কর্মীরা বিচার পায় আর বিজেপি কর্মীদের উনি শাস্তি দেন : লকেট। Bangla News

Continues below advertisement

ভোটপরবর্তী সন্ত্রাসের বর্ষপূর্তিতে বিজেপির বিক্ষোভ অবস্থান। নিহতদের স্মরণে রানি রাসমণি অ্যাভিনিউতে অনশন অবস্থান। সেখান থেকে রাজ্য সরকারকে নিশানা করে লকেট চট্টোপাধ্যায় বলেন, “আজ কালা দিবস, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার মেয়ে বাংলার মেয়ে বলে, মানুষকে মিথ্যে বলে ভোট তো নিয়েছে কিন্তু ২ মে-র পর থেকে আজ এক বছর বর্ষপূর্তি হচ্ছে। ৬০ জনের বেশি কার্যকর্তাকে খুন, মহিলাদের ধর্ষণ, তাদের জ্যন্ত জালিয়ে দেওয়া এই সব করে গেছে। আমরা কখনো মানুষের মৃত্যু মিছিল, রক্ত মিছিল, খুনের মিছিল চাই নি।তিনি বসে বসে সব দেখছেন, যারা তৃণমূল করে শুধু তাদের জন্য বিচার আছে। যারা ভারতীয় জনতা পার্টি কর্মী আছে তাদের উনি শাস্তি দেন। সর্বত্র দুর্নীতি চলছে রাজ্যে।“

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram