Lok Sabha Election 2024: লোকসভা ভোটে ব্যারাকপুরে এবার অর্জুন বনাম পার্থ | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Amamলোকসভা ভোটে ব্যারাকপুরে এবার অর্জুন (arjun singh)বনাম পার্থ (partha bhowmik)। তৃণমূলের পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়াই করবেন বলে নিজেই জানালেন অর্জুন সিংহ। যদিও কোন দলের টিকিটে লড়বেন, তা এখনও স্পষ্ট করেননি ব্যারাকপুরের সাংসদ। যদিও বন্ধু অর্জুন সিংহকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌ মিক।
Continues below advertisement