Sandeshkhali:'সন্দেশখালিতে কোনও অত্যাচার, গন্ডগোল হবে না,যারা মারপিট করছে করবে',বললেন সুকুমার মাহাতো
Continues below advertisement
Sukumar Mahato: 'যেটা হয়েছে রেখা পাত্রর আজকে থানা ঘেরা অভিযান ছিল, সেখানে উস্কানি ছড়িয়েছে, এবং আমরা যেখানে মিটিং করছিলাম সেখানে এসে আক্রমণ করে। এটা কি রাজনৈতিক শিষ্টচার? তাঁরা বিজেপি করছে করুক আমাদের মিটিং কেন করতে দিচ্ছে না? গঙ্গাধর কয়ালকে নিয়ে আসুন সন্দেশখালিতে। সন্দেশখালিতে কোনও অন্যায়-অত্যাচার, গন্ডগোল হবে না, যাঁরা মারপিট করছে করবে', বললেন সুকুমার মাহাতো।
Continues below advertisement
Tags :
Sandeshkhali ABP Ananda Lok Sabha Election 2024 Sandehskhali Chaos Rekha Patra Sukumar Mahato