BJP Allegations: তৃণমূলের সঙ্গে CISF-এর সেটিংয়ের বিস্ফোরক অভিযোগ, বিস্ফোরক রানাঘাটের বিজেপি সাংসদ

লোকসভা ভোটে জেতার পর এবার, তৃণমূলের সঙ্গে নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক এবং CISF-এর একাংশের সেটিংয়ের বিস্ফোরক অভিযোগ তুললেন রানাঘাটের বিজেপি সাংসদ। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল। 

এবার লোকসভা নির্বাচনের শুরু থেকে প্রচার বারবার...অমিত শাহ থেকে শুভেনদু অধিকারী, বারবার আশ্বস্ত করার সুরে হুঁশিয়ারি দিয়েছিলেন, কেন্দ্রীয় বাহনী দিয়ে ভোট হবে, তাই তৃণমূল এবার দাদাগিরি করতে পারবে না। কিন্তু, উল্টে দেখা যায় ভোট যত এগিয়েছে বিজেপির একের পর এক প্রার্থীর গলাতেই কখনও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তোষ, কখনও ক্ষোভ ঝরে পড়েছে। জগন্নাথ সরকার তো আরও একধাপ এগিয়ে, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে CBI তদন্তের দাবিও তুলেছিলেন।                                                            

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola