Suvendu Adhikari: লোকসভায় ভরাডুবি, উপনির্বাচনের আগে অভিমানী শুভেন্দু? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিরোধী দলনেতার
Continues below advertisement
লোকসভায় ভরাডুবি, উপনির্বাচনের আগে অভিমানী শুভেন্দু? 'সাংগঠনিক ব্যাপারে কোনও হস্তক্ষেপ করি না। প্রার্থী নির্বাচন থেকে প্রচার কৌশল সবটাই সংগঠন ঠিক করে। আমি সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না, এটা সংগঠন করে।বিজেপির রাজ্য অফিস থেকে প্রার্থী ঠিক করার পর বললে প্রচারে যাই। যেখানে প্রচারে যেতে বলা হয়, সেখানেই যাই, সংগঠিত করার কাজ আমার নয়। শুধুমাত্র আমার জেলায় সংগঠনের লোকেরা রাজ্যের নির্দেশিকা পালন করার পাশাপাশি আমার পরামর্শও মেনে চলেন', ১০ জুলাই উপনির্বাচনের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারীর।
Continues below advertisement