Lok Sabha Elections 2024: 'আমার নাম ভাঙাচ্ছেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী', আক্রমণ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের
ABP Ananda Live: মিঠুনের (Mithun Chakraborty) নিশানায় কল্যাণ (Kalyan Banerjee), বিজেপিকে পাল্টা আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর। 'আমার নাম ভাঙাচ্ছেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী'। 'কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই বলেই টিকিট পেয়েছেন কবীরশঙ্কর'। 'সন্দেশখালি নিয়ে বিজেপির প্রচারে উল্টো প্রভাব পড়বে'। 'সন্দেশখালিতে বিজেপির পরিকল্পিত চক্রান্ত ফাঁস হয়েছে', শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজ্যপালকেও নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের । 'বাংলার জন্য কী করেছেন মিঠুন চক্রবর্তী?'। 'রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন, বাংলার জন্য কী করেছেন?'। মিঠুন একবারও মণিপুর গেছেন? প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে, ডোমজুড়ের সভায় নাম না করে কল্যাণকে আক্রমণ মিঠুনের 'যিনি মানুষকে ব্যক্তিগত আক্রমণ করেন, তিনি তৃণমূলের বড় লিডার', 'যিনি মহিলাদের অপমান করবেন, তৃণমূলের তিনি আরও বড় লিডার', যিনি বড় দুর্নীতি করবেন, তিনি বড় লিডার, আক্রমণ মিঠুনের।