Lok Sabha Elections 2024: 'ভারত সেবাশ্রম, ইস্কনকে ধমকাচ্ছে তৃণমূল', আক্রমণে মোদি। ABP Ananda Live

ABP Ananda Live: সাধুদের একাংশকে আক্রমণ নিয়ে মমতাকে (Mamata Banerjee) পাল্টা নিশানা মোদির (Narendra Modi)। ভারত সেবাশ্রম, ইস্কনকে ধমকাচ্ছে, আক্রমণ মোদির। 'বাংলার তৃণমূল সরকার সাধুদের নাম নিয়ে হুমকি দিচ্ছে' । 'ভোটব্যাঙ্কের স্বার্থে কত নীচে নেমে গিয়েছে তৃণমূল'। 'আধ্যাত্মিক গুরুদের অপমান মানুষ সহ্য করবে না'। 'এদের এমন সাজা দিতে হবে, যাতে সাধুদের অপমানের সাহস না পায়'। রামের নামেও আপত্তি তৃণমূলের, আক্রমণ মোদির। 'ভোটব্যাঙ্কের স্বার্থে মানুষের আস্থায় আঘাত তৃণমূলের'। 'তোলাবাজি আর চুরিই তৃণমূলের নীতি', 'তৃণমূল নেতাদের বাড়ি থেকে নোটের পাহাড় উদ্ধার হয়েছে', 'আমি নিজে চোখে কখনও এতো নোট দেখিনি', 'এরা নিজেরা দুর্নীতি করবে, আর মোদিকে দোষারোপ করবে', 'দুর্নীতিবাজদের জেলের বাইরে থাকতে দেব না', '৪ জুনের পর নতুন সরকার গঠনের পর কড়া পদক্ষেপ', '৪ জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ', 'প্রতারিতদের টাকা ফেরতের ব্যবস্থা করব, তার জন্য পরামর্শ নিচ্ছি', 'উন্নয়ন নিয়ে কোনও বিভাজন করি না', 'জল সঙ্কটে ভুগছে পুরুলিয়ার মানুষ, আদিবাসীদের জীবন আরও কষ্টকর হয়ে উঠছে', পুরুলিয়ার সভা থেকে বললেন মোদি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola