Lok Sabha Elections 2024 Result: কৃষ্ণনগরেও সবুজ ঝড়, জয়ী হলেন তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র। ABP Ananda Live
ABP Ananda Live: ২০২৩ সালের ৮ ডিসেম্বর ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে লোকসভা থেকে বহিষ্কৃত করা হয় কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে (Krishnanagar TMC Candidate Mahua Moitra)। সেইদিন নতুন সংসদ ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে মহুয়া বুঝিয়ে দিয়েছিলেন এত সহজে হাল ছাড়ার পাত্রী নন তিনি। স্পষ্ট ভাষায় বলেছিলেন, "এখন আমার বয়স ৪৯ বছর। আরও অন্তত ২৫ বছর আমি সংসদের ভিতরে বা বাইরে রাজনীতি করব। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার লাইন উচ্চারণ করে বলেছিলেন, "আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই।" সেই দৃঢ় মানসিকতাকে হাতিয়ার করেই আজ জয় ছিনিয়ে আনল কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র।
ডিসেম্বর মাসে মহুয়া মৈত্রকে বহিষ্কার করার পরেই কট্টর মোদি বিরোধী হিসেবে পরিচিত মহুয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষ্কার অভিযোগ করেছিলেন, সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্যবসায়ী গৌতম আদানিকে নিয়ে প্রশ্ন করার জন্যই তাঁর উপর প্রতিশোধ নিয়েছে বিজেপি। যাতে এই বিষয়ে মুখ খুলতে অন্যরা ভয় পান তার জন্যই মহুয়ার বিরুদ্ধে গেরুয়া শিবির কড়া পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি। বুঝিয়ে দিয়েছিলেন এত সহজে হাল ছাড়বেন না তিনি। মানুষের রায় নিয়েই ফের ফিরবেন সংসদে। ৬ মাসের মধ্যেই নিজের কথা রাখলেন মহুয়া। লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর আসনে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ৫৬ হাজার ৭০৫ ভোটে হারিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন নিজের আগের অবস্থানেই অনঢ় রয়েছেন তিনি। লোকসভার নতুন অধিবেশন শুরু হলে তা যে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবেন নিজের হাবভাবেই প্রকাশ করলেন তিনি।