TMC Tussle: কসবায় দুই তৃণমূল কাউন্সিলরের দ্বন্দ্বে বোমাবাজি ও গুলি চলার অভিযোগ। ABP Ananda Live

ABP Ananda Live: দুই তৃণমূল কাউন্সিলরের দ্বন্দ্বে বোমাবাজি ও গুলি চলার অভিযোগ উঠল কসবায় (Kasba)। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীদের অভিযোগ বহিরাগতদের নিয়ে এসে তাদের ওপর হামলা চালিয়েছেন দলের কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীরা। যদিও হামলা যোগ অস্বীকার করে বাড়িওয়ালা ভাড়াটের মধ্য়ে গন্ডগোল বলে পাল্টা দাবি করেছেন লিপিকা মান্না। 

রাজ্য় জুড়ে ভোট পরবর্তী সন্ত্রাসের ভুরি ভুরি অভিযোগের মধ্য়েই....! এবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ খাস কলকাতায়। দুই তৃণমূল কাউন্সিলরের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল কসবার রাজডাঙা ও ইন্দু পার্ক এলাকা। দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে দফায় দফায় বাধল সংঘর্ষ...! মারপিটের পাশাপাশি...! উঠল বোমাবাজি... !এমনকী গুলি চলার অভিযোগও। কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না। ও ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের মধ্য়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের।

স্থানীয় সূত্রে দাবি, লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই দুই কাউন্সিলরের পুরনো বিবাদ ফের মাথাচাড়া দিয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola