CAA: ভোটের মুখে ফের CAA-সওয়াল শান্তনু ঠাকুরের, পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল | ABP Ananda LIVE
Continues below advertisement
ভোটের মুখে ফের CAA-সওয়াল শান্তনু ঠাকুরের। 'আবেদন করুন, ডিজিটাল ভেরিফিকেশনের সময় আমরা দেখে নেব', মতুয়াদের আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর। 'নাগরিকত্বের নামে নমঃশূদ্র উদ্বাস্তু মানুষের সঙ্গে তঞ্চকতা', পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল।
Continues below advertisement