Loksabha Election: 'উৎসবের মেজাজে ভোট হচ্ছে চারদিকে', মন্তব্য় অভিষেকের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'উৎসবের মেজাজে ভোট হচ্ছে চারদিকে', আজ মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে গিয়ে এমনই মন্তব্য় করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। যদিও ভোট হিংসার একাধিক উদাহরণকে সামনে রেখে, তৃণমূলের এই দাবিতে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা 

লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) শেষ।  ভোটশেষে নির্ধারিত সময়ের পরে বেরোল বুথ ফেরত সমীক্ষাও (Exit Poll 2024)। এবিপি সি ভোটারের (ABP C Voter Exit Poll) বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে একাধিক চমক। তার মধ্যেই রয়েছে ওড়িশাও। 

ওড়িশায় (Odisha Exit Poll 2024) ভোট নিয়ে যে পরিসংখ্যান উঠে এসেছে এবিপি সি ভোটার সমীক্ষায় তা কার্যত চমকে দেওয়ার মতো। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ২০১৯ সালের লোকসভা ভোটের ফলাফল এবার একেবারে উল্টে যেতে পারে। যে রাজ্যে সামান্য কয়েকটি আসন পেত বিজেপি। এবার সেখানেই একেবারে আসন সংখ্যার নিরিখে বৃহত্তম দল হতে পারে পদ্ম-শিবির। অনেক কম আসন পেতে পারে নবীন পট্টনায়েকের বিজেডি।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola