Locket Chatterjee: 'একা একা উনি জিতে যাবেন ?', কল্যাণকে নিশানা লকেটের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: তৃণমূলের (TMC)প্রচারে 'ব্রাত্য' তৃণমূলেরই বিধায়ক। কোন্নগরে(konnagar) কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (kalyan banerjee)প্রচার ছেড়ে বেরিয়ে যেতে বলা হল উত্তরপাড়ার (uttarpara)বিধায়ক কাঞ্চন মল্লিককে(kanchan mallick)। শ্রীরামপুর লোকসভায় তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়ের প্রচার গাড়ি থেকে নামিয়ে দেওয়া হল কাঞ্চনকে। কাঞ্চন প্রচারে থাকলে গ্রামের মহিলারা রিয়্যাক্ট করছেন, দাবি তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাঁর প্রচারেই কেন থাকবেন কাঞ্চন, মন্তব্য কল্যাণের। এ নিয়ে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের কোনও প্রতিক্রিয়া মেলেনি।