Mamata Banerjee: ফের NRC এবং CAA-র বিরোধিতায় সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় |ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: মুর্শিদাবাদের জনসভা থেকে ফের NRC এবং CAA-র বিরোধিতায় সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পরিযায়ী শ্রমিকরা, ভোট না দিলে আগামী দিনে আধার কার্ড থেকে নাম বাতিল করে দেবে। NRC, CAA-তে নাম ঢুকিয়ে দেবে। পাল্টা, জবাব দিয়েছে বিজেপিও।
Continues below advertisement