Narendra Modi: 'মানুষের স্বপ্ন পূরণ করাই আমার স্বপ্ন', দিলীপকে পাশে নিয়ে কী বার্তা মোদির ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'উন্নত ভারত হলে তার থেকে বাইরে থাকবে না বাংলা', 'ধান উৎপাদনে বর্ধমানের রমরমা চাই', 'শিল্প নগরী হিসেবে গোটা বিশ্বে নাম ছড়াক দুর্গাপুর', 'মহিলাদের রোজগার বাড়াতে চাই, তৃণমূল,কংগ্রেস, বাম কী করছে?''যত ঘৃণা আমায় করবে, তার চেয়ে বেশি দেশের সেবা আমি করব', 'ওরা বলছে মোদিকে লাঠি মারো, গুলি করো, তাতে আমি ভয় পাই না', 'টিএমসি, বাম, কংগ্রেসের কাছে উন্নয়নের কোনও ধারণাই নেই', দিলীপকে পাশে নিয়ে কী বার্তা মোদির ?