TMC-BJP Inner Clash: ভোটের ফলপ্রকাশের পর তৃণমূল ও বিজেপি দুই শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বই বারবার আসছে প্রকাশ্য়ে | ABP Ananda LIVE
ভোটের পর তৃণমূল ও বিজেপি দুই শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বই বারবার প্রকাশ্য়ে চলে আসছে। কলকাতায় তৃণমূলের পার্টি অফিসে, তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে, তৃণমূলের কাউন্সিলর। অন্য়দিকে ডায়মন্ড হারবারে বিজেপির পার্টি অফিসে তালা ঝুলিয়েছেন বিজেপি কর্মীরা। কলকাতায় দুই কাউন্সিলর পরস্পরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলছেন। আর ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী বিঁধেছেন দলের একাংশকে।
বিরোধী দল নয়। খাস কলকাতার দুই তৃণমূল কাউন্সিলরই পরস্পরের বিরুদ্ধে, এরকম বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন। যার জেরে প্রশ্ন উঠছে, দুই তৃণমূল কাউন্সিলরের পরস্পরের বিরুদ্ধে তোলা অভিযোগে কি তৃণমূলের কীর্তিই বেআব্রু হয়ে যাচ্ছে? একদিকে তৃণমূলের অন্দরে যখন এই ছবি, তখন স্বস্তি নেই বিজেপি শিবিরেও। কলকাতায় তৃণমূল কাউন্সিলর, তৃণমূলের পার্টি অফিসে, তৃণমূল কর্মীদের হাতে রক্তাক্ত হয়েছেন। আর ডায়মন্ড হারবারে বিজেপির কর্মীরা বিজেপির পার্টি অফিসে তালা ঝুলিয়েছেন। তৃণমূলের দুই কাউন্সিলর পরস্পরের বিরুদ্ধে তোলাবাজি-সিন্ডিকেটের মতো বিস্ফোরক অভিযোগ তুলছেন। আর ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে দাঁড়ানো, বিজেপির প্রার্থী বিজেপির একাংশের বিরুদ্ধেই, সরাসরি আঁতাঁতের মতো চাঞ্চল্য়কর অভিযোগে সরব হয়েছেন।