Loksabha Election: হুড খোলা জিপে চড়ে প্রচার সুজনের,উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক নারায়ন বন্দোপাধ্যায় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: শুক্রবার সন্ধ্যায় প্রচারে ঝড় তুললেন দমদম লোকসভা কেন্দ্র সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। এদিন বিটি রোড ডানলপ মোর সন্নিকট থেকে এক সুসজ্জিত মহামিছিলের মাধ্যমে প্রচার চালান তিনি। এদিন এই প্রচারে সামিল হন সিপিআইএম সাধারণ সম্পাদক সিতারাম ইয়েচুরি।উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক নারায়ন বন্দোপাধ্যায় । এদিন হুড খোলা জিপে চড়ে প্রচার চালান সিপিআইএম প্রার্থী। এদিন মিছিল কামারহাটি লোহা গেট সংলগ্ন এলাকায় গিয়ে সমাপ্ত হয়।
কলকাতার আকাশে এখনও খটখটে রোদ। কিন্তু 'রেমাল' ( Remal ) আসতে আর বেশি দেরি নেই। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর হয়েছে নিম্নচাপ ( Depression )। শক্তি বাড়িয়ে ধীরে ধীরে এগোচ্ছে বাংলার দিকে । গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয় সিস্টেমটি। তারপর তা ঘূর্ণিঝড়ের রূপ নেয়। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তবেই তার নাম হবে রেমাল। আয়লা, আমফান, ফণী, ইয়াসের মতোই কি ভয়ানক হবে এই ঘূর্ণিঝড়ের অভিঘাত ? তা তো বলবে সময়ই। তবে পূর্বাভাস বলছে, বেশ তীব্র আঘাত হানতে পারে এই ঝড়।