Sunun Pradhanmantri Isha Khan Chaudhari: 'আমরা প্রথম মানুষের সেবা করতে চাই', মন্তব্য ঈশা খান চৌধুরীর
ABP Ananda LIVE: 'আমরা প্রথম দেশের জন্য সেবা চাই এবং দেশের উন্নয়ন করতে চাই। কিন্তু আমাদের দেশে সাম্প্রদায়িক রাজনীতি দেখতে পেরেছি। বিজেপি(BJP) দলের লোকেরা দেশের মধ্যে বিভেদ সৃ্ষ্টি করতে চাইছে, ধর্ম এবং ভাষার উপরে। আমাদের যত ধর্ম আছে তা হল এক শিক্ষা। আমরা সবাই একই। বিজেপির আমলে দিংসা, দাঙ্গা বাড়ছে', মন্তব্য ঈশা খান চৌধুরীর(Isha Khgan Chaudhuri)।
লোকসভা নির্বাচনের ফলঘোষণার পর তৃতীয়বার সরকার গঠন করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুই এখনও পর্যন্ত দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। তিন-তিন বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন নেহরু। মোদির তাঁকে ছুঁয়ে ফেলা নিয়ে আগেও বিস্তর আলোচনা হয়েছে। এবছর নির্বাচনী প্রচার চলাকালীনও সেই প্রসঙ্গ ওঠে। সেই সময় মোদি জানান, একসময় গুজরাতের দীর্ঘমেয়াদি মুখ্যমন্ত্রী হিসেবেও তাঁকে নিয়ে চর্চা হতো। কতবার পদে বসছেন, তার পরিবর্তে দেশ কতটা এগিয়েছে, সেই নিয়ে আলোচনা হওয়া উচিত। মোদির বক্তব্য় ছিল, "মোদি তিনবার কেন, পাঁচ-সাতবারও জিততে পারে। ১৪০ কোটি মানুষের আশীর্বাদ রয়েছে আমার মাথার উপর।"
তৃতীয় মোদি সরকারের কাছে কী প্রত্যাশা সাধারণের? কী বলছেন বিশিষ্টরা? বিরোধীদের বক্তব্য কী ? আলোচনা হল 'শুনুন প্রধানমন্ত্রী' অনুষ্ঠানে। অনুষ্ঠানের বক্তা — ব্রাত্য বসু, জগন্নাথ সরকার, ইশা খান চৌধুরী, গৌতমমোহন চক্রবর্তী, নারায়ণ বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, কুণাল সরকার, সুবোধ সরকার।
প্রশ্ন করলেন সুরজিৎ চট্টোপাধ্যায়, ঝিলম গুপ্ত, সোনালি চৌধুরী।