TMC: ভোটের দিন হিরণ চট্টোপাধ্য়ায়কে বাধা দেওয়ায় দলীয় কর্মীদের সম্বর্ধনা তৃণমূলের। ABP Ananda Live
ABP Ananda Live: ভোটের দিন ঘাটালের (Ghatal) বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায়কে গ্রামে ঢুকতে বাধা দিয়েছিলেন। তারই পুরস্কারস্বরূপ বিক্ষোভকারী দলীয় কর্মীদের সম্বর্ধনা দিল তৃণমূল। একেবারে মঞ্চ বেঁধে মালা, উত্তরীয় পরিয়ে হাতে তুলে দেওয়া হল পুষ্পস্তবক। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
একেবারে মঞ্চ বেঁধে মালা, উত্তরীয় পরিয়ে বরণ...হাতে তুলে দেওয়া হল পুষ্পস্তবক। ভোটের দিন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায়কে বাধা দেওয়া দলীয় কর্মীদের এভাবেই সম্বর্ধনা দিল তৃণমূল। মঞ্চের ঘোষণা - বিশ্বজিৎ বরদলুই, ব্লক সহ সভাপতি, তৃণমূল কংগ্রেস, কেশপুর ২৫ মে ষষ্ঠ দফার ভোটের দিন কেশপুরের খেড়ুয়াবালিতে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায়ের গাড়ি ঢুকতেই ঘিরে ধরেন মহিলারা। হাতে বাঁশ, লাঠি তৃণমূলের পতাকা হাতে দেখা যায় বিক্ষোভকারীদের।
বিক্ষোভের মুখে গ্রামে ঢুকতেই পারেননি। ফিরে যেতে হয় হিরণকে। সেই বিক্ষোভকারীদের শুক্রবার দলীয় কর্মীদের সম্বর্ধনা দিল তৃণমূল। মঞ্চের ঘোষণা - বিশ্বজিৎ বরদলুই, ব্লক সহ সভাপতি, তৃণমূল কংগ্রেস, কেশপুর ভোটের দিন হিরণকে বাধার 'পুরস্কার'। বিক্ষোভকারী তৃণমূলকর্মীদের সম্বর্ধনা তৃণমূলের। সবমিলিয়ে ভোট মিটলেও, কেশপুরে রাজনীতির ঝড় থামছে না।