Abhishek Banerjee: শুভেন্দুকে রক্ষাকবচ যে বিচারপতির, তাঁর নির্দেশেই বাতিল ওবিসি সার্টিফিকেট: অভিষেক
ABP Ananda LIVE: ওবিসি সার্টিফিকেট বাতিল, এবার অভিষেকের নিশানায় বিচারবিভাগ । 'শুভেন্দুকে রক্ষাকবচ যে বিচারপতির, তাঁর নির্দেশেই বাতিল ওবিসি সার্টিফিকেট' । ভাঙড়ের সভা থেকে বিচারবিভাগকে তীব্র আক্রমণে অভিষেক ।
বাতিল ২০১০ সালের পরে তৈরি হওয়া প্রায় ৫ লক্ষ OBC সার্টিফিকেট(OBC Certificate)। নির্দেশ কলকাতা হাইকোর্টের (Kolkata High court)। বুধবার এই মামলার শুনানি শেষে এই রায়ই দিল কলকাতা হাইকোর্ট। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি শেষে কলকাতা হাইকোর্ট ২০১০ সালে দায়ের হয় প্রায় ৫ লক্ষ OBC সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিল। তবে ২০১০ সালের আগে ঘোষিত ওবিসি শ্রেণিভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ বলে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। এর পাশাপাশি তারা আরও জানিয়েছে ২০১০ সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের চাকরি বহাল থাকবে।