Goutam Mohan Chakraborty: 'গত ১০ বছরে ভারতবর্ষ বড় জায়গায় চলে গেছে', মন্তব্য গৌতম মোহন চক্রবর্তীর

Continues below advertisement

ABP Ananda LIVE: 'গত ১০ বছরে যদি আমরা দেখি তাহলে বলব ভারতবর্ষ (India) খুব বড় জায়গায় চলে গেছে, পররাষ্ট্র হিসেবে। কেউ আর ভারতবর্ষকে দুর্বল দেশ বলে মনে করে না। সড়ক পরিবহনে যথেষ্ট উন্নতি হয়েছে। আমাদের দেশের বেশ কিছুটা অংশ এখনও আমাদের শত্রুদের কবলে রয়েছে। আমরা আশা করব আগামী ৫ বছর কতগুলি ইতিবাচক পদক্ষেপ দেখতে পারব, যাতে করে বিরোধী দলগুলি, আমাদের শত্রুদেশগুলি একটা শিক্ষা পাবে', মন্তব্য গৌতম মোহন চক্রবর্তীর (Gautam Mohan Chakraborty)।

লোকসভা নির্বাচনের ফলঘোষণার পর তৃতীয়বার সরকার গঠন করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুই এখনও পর্যন্ত দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। তিন-তিন বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন নেহরু। মোদির তাঁকে ছুঁয়ে ফেলা নিয়ে আগেও বিস্তর আলোচনা হয়েছে। এবছর নির্বাচনী প্রচার চলাকালীনও সেই প্রসঙ্গ ওঠে। সেই সময় মোদি জানান, একসময় গুজরাতের দীর্ঘমেয়াদি মুখ্যমন্ত্রী হিসেবেও তাঁকে নিয়ে চর্চা হতো। কতবার পদে বসছেন, তার পরিবর্তে দেশ কতটা এগিয়েছে, সেই নিয়ে আলোচনা হওয়া উচিত। মোদির বক্তব্য় ছিল, "মোদি তিনবার কেন, পাঁচ-সাতবারও জিততে পারে। ১৪০ কোটি মানুষের আশীর্বাদ রয়েছে আমার মাথার উপর।"

 তৃতীয় মোদি সরকারের কাছে কী প্রত্যাশা সাধারণের? কী বলছেন বিশিষ্টরা? বিরোধীদের বক্তব্য কী ? আলোচনা হল 'শুনুন প্রধানমন্ত্রী' অনুষ্ঠানে। অনুষ্ঠানের বক্তা — ব্রাত্য বসু, জগন্নাথ সরকার, ইশা খান চৌধুরী, গৌতমমোহন চক্রবর্তী, নারায়ণ বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, কুণাল সরকার, সুবোধ সরকার।
প্রশ্ন করলেন সুরজিৎ চট্টোপাধ্যায়, ঝিলম গুপ্ত, সোনালি চৌধুরী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram