Kulti News:লোকসভা ভোটে কুলটি বিধানসভার যে সমস্ত ওয়ার্ডে BJP এগিয়ে, সেখানে দেখা দিয়েছে তীব্র জলসঙ্কট

Continues below advertisement

ABP Ananda LIVE: লোকসভা ভোটে (loksabha election)কুলটি(kulti) বিধানসভার যে সমস্ত ওয়ার্ডে বিজেপি (BJP)এগিয়ে, সেখানে তীব্র জলসঙ্কট দেখা দিয়েছে। এই অভিযোগে তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভাকে নিশানা করে পথ অবরোধ করলেন কুলটির বিজেপি বিধায়ক। বাংলা-ঝাড়খণ্ড  সংযোগকারী বরাকরের জিটি রোড অবরোধ করে একঘণ্টা ধরে বিক্ষোভ চলে। শেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন কুলটির বিধায়ক অজয় পোদ্দার। লোকসভা ভোটের ফলের নিরিখে কুলটি বিধানসভার অন্তর্গত আসানসোল পুরসভার ২৮টি ওয়ার্ডের মধ্যে ২২টিতে বিজেপি এগিয়ে, তৃণমূল এগিয়ে ৬টি ওয়ার্ডে। বিজেপি বিধায়কের দাবি ভিত্তিহীন বলে দাবি করেছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। তবে বিদ্যুতের সমস্যা থাকায় কোথাও কোথাও জল সরবরাহ ব্যাহত হচ্ছে বলে মেয়র জানিয়েছেন। 

ভোট (loksabhaelection 2024) পরবর্তী হিংসা নিয়ে বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। 'মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) কী চান বিজেপি কর্মীরা ডুবে মরুক, আত্মহত্যা করুক ? মুখ্যমন্ত্রী বলে দিক বিজেপি কর্মীরা ওনার বাড়ির সামনে গিয়ে আত্মহত্যা করবে। আক্রান্ত বিজেপি (BJP News) কর্মীরা রাজ্যপালের কাছেও যেতে পারছে না। রাজ্যপালকে (CV Ananda Bose) গিয়ে দেখা করতে হচ্ছে আক্রান্তদের সঙ্গে। গণতন্ত্রের পক্ষে এটা লজ্জার', বললেন সুকান্ত মজুমদার। রাজ্যে ভোটের পর একের পর এক হিংসার খবর। পরিস্থিতি খতিয়ে রাজ্যে আসছে বিজেপির ৪ সাংসদের কেন্দ্রীয় টিম। টিমে আছেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল, কবিতা পাতিদার। বসিরহাটে তৃণমূল ()TMC News) কর্মীকে গুলি, অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত শাসক কর্মীকে নিয়ে আসা হল আরজি করে। অস্ত্রোপচার করে বার করা হল গুলি। ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram