Madan Mitra: 'দেব যেটা করেছে সেটা দাদাগিরি', মারধরকাণ্ডে সোহমের সমালোচনা করায় দেবকে নিশানা মদনের

Continues below advertisement

ABP Ananda LIVE: মারধরকাণ্ডে সোহমের সমালোচনা করায় দেবকে নিশানা মদনের(madan mitra)। 'সমালোচনার নামে দেব যেটা করেছে সেটা দাদাগিরি'। 'সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় দেবের পদক্ষেপ বেশি হয়ে যাচ্ছে'। 'এতে দেবেরও ক্ষতি, বাংলারও ক্ষতি, সোহমকে (soham chakraborty)বলার জন্য দল আছে'। সোহম-বিতর্কে দেবকে আক্রমণ কামারহাটির তৃণমূল (tmc)বিধায়কের। 

কসবায় ২ তৃণমূল কাউন্সিলরের সংঘাতেও অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। পুলিশকে বলেছি এসব বরদাস্ত করা হবে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে দফায় দফায় অশান্ত কসবা । তৃণমূলের ২ কাউন্সিলর ঘনিষ্ঠদের সংঘর্ষ, গুলি-বোমায় অশান্ত কসবা। পুলিশকে কড়া হাতে পদক্ষেপ নিতে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের: সূত্র।  অন্যদিকে, ভোটে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনে তৃণমূলের মিছিল, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। নবান্নে বৈঠকে ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে ভর্ৎসনা নেত্রীর। তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন আবাসনে গিয়ে ক্ষমা চাইতে নির্দেশ মুখ্যমন্ত্রীর । ভোটে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনগুলিতে তৃণমূলের অটো-বাইক মিছিল। ডিজে বাজিয়ে ৩টি বহুতলে কয়েকশো বাইক-অটো নিয়ে তৃণমূলের মিছিল । 'শান্তি কে আছে, কেন এরকম হবে?' নবান্নে মানিকতলা নিয়ে বৈঠকে প্রশ্ন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়: সূত্র-- নবান্নে নেত্রীর সঙ্গে বৈঠকে হাজির মানিকতলা বিধানসভা কেন্দ্রের ৬ কাউন্সিলর । নবান্নের বৈঠকে হাজির ডেপুটি মেয়র অতীন ঘোষ, কাউন্সিলর অমল চক্রবর্তী। নবান্নের বৈঠকে হাজির কুণাল ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram