Loksabha TV : হঠাৎ নীরব লোকসভা টিভি, তোপ বিরোধীদের, প্রযুক্তিগত সমস্যার দাবি। ABP Ananda Live
Continues below advertisement
মাইক বন্ধের অভিযোগ আগেই উঠেছিল, এবার নীরব রইল লোকসভা টিভি (Loksabha TV)। গতকাল লোকসভার অধিবেশন সম্প্রচারিত হলেও, শোনা গেল না কোনও শব্দ । টিভি-র পর্দাজুড়ে তখন হাসিমুখে বসে আছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। কুড়ি মিনিট নীরবতার পর স্পিকার অধিবেশন মুলতুবির ঘোষণা করে। কংগ্রেসের অভিযোগ, রাহুল গাঁধীকে সংসদে বলতে দেওয়ার দাবিতে স্লোগান দেওয়া মাত্রই টিভি মিউট করে দেওয়া হয়। যদিও প্রযুক্তিগত সমস্যার কারণেই এই ঘটনা ঘটেছে, দাবি লোকসভার সচিবালয়ের তরফে।
Continues below advertisement
Tags :
ABPAnandaLive Rahulgandhi BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Tv Loksabhatv