CPM News: লন্ডনে কেলগ কলেজ কাণ্ডে পাল্টা হুঙ্কার সৃজন ভট্টাচার্যের
ABP Ananda Live: লন্ডনে কেলগ কলেজ কাণ্ডে পাল্টা হুঙ্কার সৃজন ভট্টাচার্যের। একজন এসএফআই কর্মীর ওপর আঘাত এলেও আগুন জ্বলবে। যদি কেউ মনে করে গুড় বাতাসা নিয়ে আসবে, তাহলে আমরা চমচম নিয়ে তৈরি'। হুঙ্কার সৃজনের।
জগদ্দলে এবার তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে পুলিশের FIR
জগদ্দলে এবার তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে পুলিশের FIR। বোমা-গুলির লড়াইয়ে ত্রস্ত জগদ্দল, কাউন্সিলর-পুত্রের বিরুদ্ধে FIR। তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংহর ছেলে নমিত সিংহর বিরুদ্ধে FIR। 'ঘটনাস্থলের কাছে অস্ত্র হাতে দাপাদাপি করার CC ফুটেজ'। নমিতের সঙ্গে তেলুয়া নামে আরও একজনের হাতে অস্ত্র থাকার দাবি পুলিশের। ২৬ মার্চ, রাত ১০.২০ থেকে ১০.৩০ পর্যন্ত অস্ত্র হাতে নমিতকে দেখার দাবি পুলিশের। বেআইনি অস্ত্র হাতে দাপাদাপি, তৃণমূল কাউন্সিলর-পুত্রের বিরুদ্ধেই FIR।