Christmas 2023: বড়দিনের ছুটিতে আলিপুর চিড়িয়াখানায় লম্বা লাইন। ABP Ananda Live
Continues below advertisement
বড়দিনের ছুটিতে আলিপুর চিড়িয়াখানায় লম্বা লাইন। বাঘ, সিংহ,হাতি, জিরাফদের দেখতে কচিকাঁচাদের হাত ধরে ভিড় করেছেন বড়রাও। পশু-পাখিদের খাঁচার সামনে উঁকিঝুঁকি। গতকাল ৭০ হাজারের বেশি দর্শক এসেছিলেন। বড়দিনে জন সমাগম সেই সংখ্যাটা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
Continues below advertisement