Look Back 2025: বছরভর কী ঘটল? রাজনীতির মারপ্যাঁচে কার বাজিমাত? সাল শেষের আনন্দে ফিরে দেখা রাজনীতি
ABP Ananda LIVE : বছরভর কী ঘটল? রাজনীতির মারপ্যাঁচে কার বাজিমাত? সাল শেষের আনন্দে ফিরে দেখা রাজনীতি। আজ রাত ১১।
অপরদিকে, রবিবার SIR ইস্যুতে BLA-2-দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, BLA 2-দে শুনানি পর্বে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন বলে সূত্রের খবর। তারপর ২৪ ঘণ্টাও কাটল না। BLA-2 কে ঢুকতে না দেওয়ায় চুঁচুড়ায় ২ ঘণ্টা SIR-শুনানি বন্ধই করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সোমবার, সকালে চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতি প্রশাসনিক ভবনে যান তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সেখানে তখন, চুঁচুড়া, সপ্তগ্রাম ও বলাগড় বিধানসভাকেন্দ্রের শুনানি চলছিল। BLA 2-কে শুনানিতে থাকতে দিতে হবে, এই দাবি তোলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। খবর পেয়ে আসেন BDO ও পুলিশ। খবর যায় নির্বাচন কমিশনে। মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেন দ্রুত শুনানি শুরু করতে। ২ ঘণ্টা পর ফের শুনানি শুরু হলেও, ফের তা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। শুনানি বন্ধে অসিত মজুমদারের পাশেই দাঁড়িয়েছে তৃণমূল।