Look Back 2025: বছরভর কী ঘটল? রাজনীতির মারপ্যাঁচে কার বাজিমাত? সাল শেষের আনন্দে ফিরে দেখা রাজনীতি

Continues below advertisement

ABP Ananda LIVE : বছরভর কী ঘটল? রাজনীতির মারপ্যাঁচে কার বাজিমাত? সাল শেষের আনন্দে ফিরে দেখা রাজনীতি। আজ রাত ১১। 

 

অপরদিকে, রবিবার SIR ইস্যুতে BLA-2-দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, BLA 2-দে শুনানি পর্বে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন বলে সূত্রের খবর। তারপর ২৪ ঘণ্টাও কাটল না। BLA-2 কে ঢুকতে না দেওয়ায় চুঁচুড়ায় ২ ঘণ্টা SIR-শুনানি বন্ধই করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সোমবার, সকালে চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতি প্রশাসনিক ভবনে যান তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সেখানে তখন, চুঁচুড়া, সপ্তগ্রাম ও বলাগড় বিধানসভাকেন্দ্রের শুনানি চলছিল। BLA 2-কে শুনানিতে থাকতে দিতে হবে, এই দাবি তোলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। খবর পেয়ে আসেন BDO ও পুলিশ। খবর যায় নির্বাচন কমিশনে। মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেন দ্রুত শুনানি শুরু করতে। ২ ঘণ্টা পর ফের শুনানি শুরু হলেও, ফের তা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। শুনানি বন্ধে অসিত মজুমদারের পাশেই দাঁড়িয়েছে তৃণমূল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola